free internet use in bangladesh

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সোশ্যাল
যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহায়তায় আগামী ২১
এপ্রিল চালু করতে যাচ্ছে ( internet.org) ফ্রি
ইন্টারনেট সেবা৷ অনেকেই বুঝতে পারছেন না যে
এটা দিয়ে ঠিক কোন কোন সাইট ভিজিট করা যাবে
কিংবা এটা ঠিক কিভাবে ব্যবহার করা যাবে৷
তাদের সুবিধার্থে এক নজরে এই সেবার
আদ্যোপান্ত:
এই সেবাটি www.internet.org এর মাধ্যমে
ব্যবহার করা যাবে৷ এর জন্য আপনাকে ডাউনলোড
করতে হবে internet.org এর মোবাইল অ্যাপ৷
এছাড়া আপনার ফোনটি যদি এন্ড্রয়েড না হয়,
তাহলে আপনি আপনার অপেরা মোবাইল ব্রাউজার
থেকে www.internet.org সাইটটি ভিজিট করে
ফ্রি ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন৷ এজন্য
আপনাকে কোন টাকা খরচ করতে হবে না৷ এই অ্যাপ
অথবা সাইটের মাধ্যমে আপনি যেসব সাইট
বিনামূল্যে ভিজিট করতে পারবেন:


01. ফেসবুক (সামাজিক যোগাযোগের জন্য)
02. হোয়াটসঅ্যাপ (মেসেজিং-কলিংয়ের জন্য)
03. অ্যাকু ওয়েদার (আবহাওয়ার খবর জন্য)
04. সোশ্যাল ব্লাড (রক্তদাতাদের সামাজিক
যোগাযোগের জন্য)
05. বিবিসি নিউজ (সংবাদের জন্য)
06. বিং সার্চ (অনুসন্ধানের জন্য)
07. ডিকশনারি (ডিকশনারি.কম)
08. ইএসপিএন, ক্রিকইনফো (খেলাধুলার আপডেটের
জন্য)
09. Facts for Life (স্বাস্থ্য বিষয়ক তথ্য)
10. Girl Effect (মহিলাদের জন্য প্রয়োজনীয়
বিভিন্ন টিপস এবং আর্টিকেল এর জন্য)
11. Internet Basics (ইন্টারনেট বিষয়ক বিভিন্ন
তথ্যের জন্য)
12. ফেসবুক মেসেঞ্জার (ফেসবুক চ্যাটের জন্য)
13. Newshunt (ইংরেজিতে আন্তর্জাতিক খবর এর
জন্য)
14. OLX (পণ্য কেনা-বেচার জন্য)
15. Translator (অনুবাদের জন্য)
16. উইকিপিডিয়া (তথ্যের জন্য)
17. উইকিহাউ (তথ্য-জিজ্ঞাসার জন্য)
এছাড়াও আমাদের দেশের প্রক্ষাপটে প্রয়োজনীয়
আরও কিছু সাইট এবং নিউজ পোর্টাল এর মাধ্যমে
ভিজিট করতে পারবেন।

No comments:

Post a Comment