broker difference between market maker broker and nnd broker

ব্রোকার টাইপঃ ব্রোকার কোম্পানিদের মূল উদ্দেশ্য হল ক্রেতা এবং বিক্রেতার সন্নিবেশনে স্প্রেড এর মাধ্যমে কমিশন আয়  করা।
ফরেক্সে ২ প্রকার ব্রোকার বিদ্যমানঃ
• ১। ডিলিং ডেস্ক ব্রোকার (Market Maker
Broker)
• ২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার (NDD
Broker)

ডিলিং ডেস্ক (Market Maker) ব্রোকারঃ এই প্রকার ব্রোকার Route তথা একটি Way’র মাধ্যমে আপনার ট্রেডটি ওপেন করে, এবং তাদের স্প্রেড সিস্টেম সাধারণভাবে ফিক্সড করা থাকে।  ডিলিং ডেস্ক ব্রোকার মূলত স্প্রেডের  মাধ্যমে ইনকাম করে এবং ট্রেডারদের
প্রত্যেকটি ট্রেড ওপেন এর  বিপরীতে নিজেরা আরেকটি ট্রেড ওপেন  করে থাকে। এই ব্রোকারকে Market Maker Broker  ও বলা হয়ে থাকে কারন তারা ‘মার্কেট মেইক’  করে অর্থাৎ যদি কোন ট্রেডার কোন  কারেন্সি বায় অর্ডার করে তখন ব্রোকার ঐ  কারেন্সির আরেকটি সেল (বিপরীত) অর্ডার  করে এবং ট্রেডার যখন সেল অর্ডার করে তখন  ব্রোকার তার বিপরীত  বা  বায় অর্ডারটি করে।
এই নিয়মে ট্রেডাররা প্রতিনিয়ত একটা প্রাইস চেঞ্জ এর মধ্যে থাকে বা ট্রেডাররা বেশিরভাগ সময়ে রিয়েল কৌওটে অর্ডার করতে পারে না।  তাই অর্ডার এর ক্ষেত্রে অনেক হয়ত লক্ষ্য করেছেন  যে Re-Quote কথাটি আসে। মূলত এরা হল  রিটেইল ব্রোকার আর এই সকল ব্রোকার  আমাদেরকে কম ইনভেস্টমেন্টে ট্রেড করা  সুবিধা দিচ্ছে বলে ওরাও বিনিময়ে কিছু নিয়ে যাচ্ছে। তবে এইসব ব্রোকাররা সব সময়  চেষ্টা করে ট্রেডারদের রিয়েল কৌওটে অর্ডার  মেইক করে দিতে। এই নিয়মে অর্থাৎ Hedge এর  মাধ্যমে ট্রেডার এবং ব্রোকার উভয়  সুবিধা লাভ করে থাকে।

নো-ডিলিং ডেস্ক (NDD) ব্রোকারঃ
এটা সাধারণ নিয়ম  যেখানে ব্রোকাররা ট্রেডার এর ট্রেড এর  বিপরীতে কোন ট্রেড ওপেন করে না শুধুমাত্র  ওপেনকৃত ট্রেড থেকে কমিশন লাভ করে থাকে।  তাই এইসকল ব্রোকারের ট্রেড অর্ডারে অতিরিক্ত কোন সময়  লাগে না এবং Re-Quote করতে হয় না ট্রেডার রিয়েল কৌওটে অর্ডার মেইক করতে পারে। অনেকের মনে এখন প্রশ্ন জাগছে তাহলে আমরা NDD ব্রোকারে কেন ট্রেড করি না। আসলে NDD ব্রোকারগুলোর  ট্রেডিং ইনভেস্টমেন্ট মোটামুটি হাই  থাকে যার কারনে আমাদের মত লো- ইনভেস্টমেন্ট যাদের তারা ডিলিং ডেস্ক  ব্রোকার ছাড়া কিছু চিন্তা করি না।  তবে বিষয়টাতে খুব চিন্তার কিছু নাই কারন  আপনি ভালো ট্রেডার হয়ে গেলে এই সব পার্থক্য  আপনাকে খুব একটা ভাবাবে না।

নো-ডিলিং ডেস্ক ব্রোকারের মধ্যে আবার ২ ধরণের ব্রোকার আছেঃ
• ১। Electronic Communications Network(ECN)
• ২। Straight Through Processing (STP)
ECN: নো-ডিলিং ডেস্ক ব্রোকারের   একটি টাইপ হল ECN ব্রোকার।   আসলে ট্রেডিং মেকানিসম এর পার্থক্যর  কারনে এইসব ব্রোকারের সৃষ্টি, এই প্রকার   ব্রোকার অর্ডার মেইক   করে ডিরেক্টলি ক্লায়েন্ট টু ক্লায়েন্ট রিস্পন্স  কনসেপ্টে।
STP: আর এই প্রকার ব্রোকার অর্ডার মেইক  করে ইন্টারব্যাংক প্রাইস   আক্সিস্টিং লেভেলের  মাধ্যমে সরাসরি ক্লায়েন্ট টু ব্যাংক
তথা লিকুডিটি প্রোভাইডারদের মাধ্যমে।

No comments:

Post a Comment