forex money managment for beginner

forex money managment:
মানি ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে অল্প বিস্তর লিখেছি ম্যানুয়াল এ  আশা করি যারা পড়েছেন তারা কিছুটা উপকৃত কবেন আজকে শুধুমাত্র একটা হিসেব দেখাব
ধরেন আপনি দৈনিক একটি করে ট্রেড করেন আমাদের কার না ইচ্ছা করে মাসিক ২০% গেইন করতে  ধরলাম আমরা ১ মাসে ২০ টি করে ট্রেড করি এবং প্রতি ট্রেড এ প্রাথমিক ব্যালেন্স এর উপর ১% রিস্ক নেই
আমরা যদি রিস্ক রিওয়ার্ড রেশিও  এর উপর ভিত্তি করে আমাদের ট্রেড এর রিস্ক ম্যানেজমেন্ট করি তাহলে কি দাঁড়ায় তা নিচের চিত্রে দেখতে পাবেন আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও যদি ১:১ হয় তাহলে ২০ টা টেড এ ২০ টাই উইন করতে হবে খুবই কঠিন ব্যপার একমাত্র Holly
Grail পেলে আপনি ২০ টা টেড এ ২০ টাই উইন করতে পারবেন এই Holly Grail খুজতে খুজতে দিন রাত এর ঘুম হারাম করে ফেলছিহাজার হাজার ইন্ডিকেটরট্রেডিং সিসটেম খুজে বেড়াচ্ছি অনেকে পাগলপ্রায়,অনেকে বলছেন ফরেক্স ট্রেডিং করে জীবনেও প্রফিট করা যায় না আসলে কি তাই?
এবার ধরি আমাদের ২০ টি ট্রেড এ রিস্ক রিওয়ার্ড রেশিও নিলাম ১:৩  তাহলে ২০ টা টেড এ ১০ টা উইন করতে পারলেই ২০% গেইন হবে তাহলে দেখেন Holly Grail নামক কোনো ট্রেডং সিসটেম এর প্রয়োজনীয়তা আর থাকছে না  ১:৫ যদি হয় তাহলে ২০ টা টেড এ মাত্র ৭ টি ট্রেড উইন করলে ২২% গেইন হবে প্রতি মাসে!!!
একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যাকে আপনি হাজার হাজার ইন্ডিকেটর এর ভীরে খুজে বেড়াচ্ছেন আসলে তা ট্রেডিং সিসটেম এর মধ্যে নাই  আছে আপনার মানি এবং রিস্ক ম্যানেজমেন্ট এর উপরে এক্ষেত্রে একটি ভালো ট্রেডিং সিসটেম গুরুত্ব আছে বৈকি তবে সেটা ততক্ষন Holly Grail হবে না যতক্ষন না আপনি এই সিম্পল ট্রিক প্রয়োগ করছেন

No comments:

Post a Comment